চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপারের সাথে বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) এর সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৩০ জানুয়ারি পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের কর্মকাণ্ড নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পরিচালনার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে উদ্ভুত সমস্যা সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ইয়ার্ড মালিকদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। সভায় আরও বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে। অন্যান্য শিল্প এলাকার ন্যায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায়ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম বিএসবিআরএ এবং ইয়ার্ড মালিকদের আহ্বানে সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবে এ আশাবাদ ব্যক্ত করা হয়। এক্ষেত্রে বিএসবিআরএর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।