তুমি তখন রৌদ্রস্নানে ছাদের কোনে দাঁড়িয়ে, আড়াল থেকে দেখছি আমি দৃশ্যটা বেশ তারিয়ে। ঘামের বিন্দু মুক্তো হয়ে পড়ছে যে গাল গড়িয়ে, বাউলা বাতাস আঁচলখানি দিচ্ছে তোমার সরিয়ে। ইচ্ছে জাগে মুক্তো গালের নিই যে মুখে চেখে, রিপুটাকে দমন করি মনটা চেপে রেখে। রোদটা এসে নেয় যে শুষে গালের যতো মুক্তো, দেখে দেখে আঙুল চুষি তেতো ভারি শুক্তো।