অন্ধকার সরিয়ে আলোর দেখা মিলবে কিভাবে

রাফিয়া আহমেদ | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

সত্যকে সাথি করে সাহসের সাথে বুক ফুলিয়ে কাজ করতে গিয়ে সারাজীবন অনেক বাধার মুখোমুখি হয়েছে সাংবাদিকরা। সাংবাদিকরা তাদের সাহসিকতার জন্য এবং সত্যকে স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলার জন্য কোনো ফুলেল শুভেচ্ছা নয় বরং প্রাণনাশের হুমকিই পেয়ে এসেছে। পারে তো যে হাত দিয়ে রিপোর্ট লিখবে সে হাতটাই কেটে ফেলতে চায় অথবা যে চ্যানেলে নিউজ প্রকাশ করা হয় সেই চ্যানেলকেই গুমড়ে ফেলতে চায়। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হচ্ছে সাংবাদিকের কাজ। কিন্তু সেই রুখে দাঁড়ানোটাই যেনো কাল হয়ে আসে সাংবাদিকদের জীবনে। অথচ খেয়াল করে দেখুন যারাই এসব দুর্নীতি করে তারাই আবার দুর্নীতির বিরুদ্ধে বড় বড় ভাষণের জোয়ার তোলে। কথায় আছে চোরের মায়ের বড় গলা। আর যখন সাংবাদিকরা দেখতে পায় যে, দুর্নীতিই হচ্ছে তাদের মত ক্ষমতাশীন লোকদের কালো টাকা কামানো মূল চাবিকাঠি, তখন ত
©ন্ধ তো একদিন ছড়াবেই, এটাই স্বাভাবিক। এই ভাবে আর কতদিন? আইনের লোকদেরও অবশ্যই সচেতনতার সাথে সেই সকল দুর্নীতিবাজদের কাঠগড়ায় এনে দাড় করানো উচিত। এবং যে সরকারের নাম ফুটিয়ে কালো টাকার সাগরে দাপিয়ে বেড়াচ্ছে এই সকল সকল দুর্নীতিবাজরা তাদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাড়াতে হবে সরকারের। সাংবাদিকদের পাশে সরকার, এবং আইনের বন্ধুত্বের হাত বাড়িয়ে পাশে থাকতে হবে। আমরা সাংবাদিকরা মাঠে কাজ করতে গিয়ে যদি সেই মাঠেই মারা যাই তবে এই দেশ-মাটি পরিষ্কার রাখবে কারা? ভালোবেসে এবং সম্মান করি বলেই আবেগের টানে সাংবাদিকতা করতে আসি। কিন্তু সেই সম্মানের মর্যাদার বদলে হুমকি পায় সাংবাদিকরা। তাহলে অন্ধকার সরিয়ে আলোর দেখা মিলবে কিভাবে? সুতরাং একটা দাবি সাংবাদিকদের কাজ করতে দিন।

পূর্ববর্তী নিবন্ধজীবনের পরিচর্যা একান্তই নিজের
পরবর্তী নিবন্ধরৌদ্রস্নান