ফিরে এসো

জোবায়দা আক্তার চৌধুরী | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

তুমি যদি ফিরে আসো
তবে আমার সবই দেবো
ভাবিনি কখনো আগে
ঘুঘুর মতো একা হবো

তুমি যেদিন চলে গেলে
সেদিন আমার ঘর পুড়লো
যখন আমি খবর পেলাম
তখন আমার মন পুড়লো

পেয়ে হারানোর জ্বালা
ক’জন বুঝতে পারে
তোমার বলা কথাগুলো
ভেতরটাকে নাড়ে

আমার এখন বড় অসুখ
তোমার জন্য ক্ষরণ বুকে
যদি তুমি ফিরে এসো
এই জনমটা থাকবো সুখে

সম্পর্কের শেকল যায় না ছেড়া
বুক কাঁপে থরোথরো
শ্রাবণধারার বৃষ্টির মতো
চোখ কাঁদে ঝরোঝরো

ভালোবাসো আর না- ই বাসো
তুমি শুধু ফিরে এসো।

পূর্ববর্তী নিবন্ধদূর হও পলিথিন
পরবর্তী নিবন্ধতুমি কিছুই জানোনি