বাঁশখালীতে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩২ অপরাহ্ণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন বাহারছড়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম

বাঁশখালীর বাহারছড়া ইউ‌নিয়‌নের প‌শ্চিম ইলশা গ্রা‌মে এক ভয়াবহ অ‌গ্নিকাণ্ডে ৭ বা‌ড়ি ভস্মীভূত হ‌য়ে‌ছে।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকা‌লে সংঘ‌টিত অ‌গ্নিকাণ্ডে প্রায় অর্ধ‌কো‌টি টাকা ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানায় ক্ষ‌তিগ্রস্থ প‌রিবারগুলো।
স্থানীয় চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ক্ষ‌তিগ্রস্থ এলাকা প‌রিদর্শন ক‌রেন এবং তা‌দের কম্বল, শা‌ড়ি, লুঙ্গি, চাল, ডাল সহ প্র‌য়োজনীয় সহ‌যো‌গিতা ক‌রেন।
জানা যায়, আজ শুক্রবার বিকাল ৪টার দি‌কে বাহারছড়া ইউ‌নিয়‌নের প‌শ্চিম ইলশা উ‌জির আলী মা‌ঝির বা‌ড়ি এলাকায় মারুফুল ইসলাম, আ‌জিজুল হক, রুহুল আ‌মিন, জ‌সিম উ‌দ্দিন, ছরওয়ার আ‌মিন, নুরুল আবছার ও রেজাউল ক‌রিমের বা‌ড়ি‌তে আগুন লাগ‌লে মুহূ‌র্তের ম‌ধ্যে বা‌ড়ির সব মালামাল পুড়ে যায়।
এ সময় অর্ধ‌কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হয় ব‌লে জানান ক্ষ‌তিগ্রস্থরা।
বাহারছড়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ব‌লেন, “অ‌গ্নিকাণ্ডে ৭ বা‌ড়ির অ‌ধিকাংশ মালামাল পু‌ড়ে যায়। আমার ব্য‌াক্তিগত পক্ষ থে‌কে প্র‌ত্যেক প‌রিবার‌কে কম্বল, শা‌ড়ি, লু‌ঙ্গি, চাল, ডাল সহ নিত্যপ্র‌য়োজনীয় জি‌নিস প্রদান করা হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। তি‌নিও সা‌র্বিক সহ‌যোগিতা কর‌বেন ব‌লে জানান।”

 

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পরকীয়া প্রেমিকার ঘরে প্রেমিকের লাশ
পরবর্তী নিবন্ধচবির সাবেক রেজিস্ট্রার ড. কামরুল হুদা না ফেরার দেশে