স্বপ্ন ডানায় ভর করে তিনি এগিয়ে যেতে চান নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। নারী কন্ঠে তিনি গাইতে চান মানুষের জয়গান। তেমনই একটি মুহূর্তে পতেঙ্গা সমুদ্র সৈকতে আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা দেখেন, বোরকা পড়া, মাথায় হিজাব পরিহিত এক শিক্ষিকা স্মার্ট ফোন হাতে সেলফি তুলছেন তাঁর ছোট ছোট শিক্ষার্থী বন্ধুদের সাথে। রক্ষণশীল হয়েও একজন মহিলার মধ্যে আধুনিকতার এই ছোঁয়া মুগ্ধ করেছিল ফারজানাকে। দ্রুত ক্লিক করেন। ২০১৯ সালে তোলা সেই ছবিটিই জাপানের ‘৮১তম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান (দ্য আশাহি শিমবুন)’-এ ‘অনারেবল মেনশন’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। ছবিটির শিরোনাম দিয়েছেন তিনি ‘চেঞ্জ দ্য থট’। প্রতিযোগিতায় ৭৭ টি দেশ থেকে ১১,৮৪১ টি ছবি এসেছিল। সেখানে বিচারকগণ ১১১ টি ছবি মনোনীত করেন, যার মধ্যে অন্যতম ‘চেঞ্জ দ্য থট’।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শাহরিয়ার ফারজানা গতকাল আজাদীকে বলেন, ছবিটি নির্বাচিত হওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত। কারণ ছবিটি তোলার সময় আমার মধ্যে কাজ করেছে, যুগের সাথে তাল মিলিয়ে নারীদের এগিয়ে যাওয়ার মানসিকতার বিষয়টি।
ফারজানার জন্ম বাঁশখালীতে। খ্যাতিমান আলোকচিত্রী শোয়েব ফারুকীর হাত ধরে ফটো আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার ফারজানার আলোকচিত্রে হাতেখড়ি। ছবি তোলাই তাঁর পেশা ও নেশা। তিনি নারী সচেতনতামূলক কাগজ নারীকণ্ঠের প্রকাশক ও সম্পাদক।
তিনি ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর মাধ্যমে তিনি বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রীদের মাঝে সচেতনতায় আলোচনা সভার আয়োজন, পথশিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত।
এপর্যন্ত তার ৭৯টি ছবি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এগুলোর মধ্যে ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’-এ ‘হাইলি রিকমন্ডেড অ্যাওয়ার্ড’, ‘ইন্টারন্যাশনাল কমপিটিশান ইউনিভার্সাল ইমেজ সার্কিট ২০২০ জেসিএম’-এ ‘ডব্লিউপিএআই গোল্ড মেডেল’, ‘ সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘স্যালন সিলভার মেডেল’, ‘ইন্টারন্যাশনাল স্যালন নিউ ইয়র্ক (আইএসএনওয়াই) ২০২০’-এ ‘ফিয়াপ এইচএম রিবন’, ‘ ফোর্থ বিপিএস ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশন অ্যান্ড এঙিবিশন ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডেল’, ‘ ফোয়েনিঙ ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্লান্ট অ্যাওয়ার্ড ২০১৯-এ ‘পিএসএ গোল্ড মেডেল’, ইউনেস্কোর ‘কালার্স অব বাংলাদেশ ২০১৯’-এ ‘ বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’, ‘সেভেন্থ অলিম্পিক ফটো সার্কিট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশন অ্যান্ড এঙিবিশন ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডেল’, ‘থার্ড মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডেল’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশন অ্যান্ড এঙিবিশন ২০১৯’-এ ‘এফআইপি সিলভার অ্যাওয়ার্ড’ ইত্যাদি উল্লেখযোগ্য।