কুরআন অন্ধত্ব দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালায়

উখিয়ায় তাফসির মাহফিলে নূরী

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলামি জীবন দর্শনের মূল উৎস হচ্ছে আল কুরআন, আর আল কুরআনই কুশিক্ষার সকল অন্ধত্ব দূর করে পৃথীবীতে জ্ঞানের প্রদীপ বিচ্ছুরিত করেছে। গত রাতে উখিয়া উপজেলা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। মাওলানা ক্বারী কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ইঞ্জিনিয়ার মো. হেলাল উদ্দিন, মো. বেলাল উদ্দিন। আলোচনা পেশ করেন অধ্যাপক মাওলানা আবুল ফজল, মাওলানা আবদুল করীম, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না
পরবর্তী নিবন্ধচুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক