কাঙ্ক্ষিত ফলাফল হাতে পেয়েই একদিন পর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ভিড় জমাতে শুরু করেছেন উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর চট্টগ্রামের এইচএসসি শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল থেকেই নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে স্প্রিং ২০২১ সেমিস্টারে ভর্তি হতে আসতে থাকেন ছাত্র-ছাত্রীরা। এই সময় পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়ার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন। কেউ কেউ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পুরোটা সময় জুড়ে সিআইইউতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আগামি ১৪ ফেব্রুয়ারি থেকে সিআইইউতে ভর্তি হওয়া এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে স্প্রিং ২০২১ সেমিস্টারের ক্লাশ। কর্তৃপক্ষ জানান, করোনার এই সময়ও অ্যাডমিশন অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সব সাবজেক্ট। রয়েছে ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশীপ। প্রেস বিজ্ঞপ্তি।