অ্যান্ড্রয়েড অ্যাপে ‘স্লিপ টাইমার’

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

যারা ঘুমিয়ে পড়ার আগে নেটফ্লিক্স কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য নতুন ফিচার পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আগে থেকে সময় ঠিক করে রেখে কনটেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা। আপাতত শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরাই পরীক্ষাধীন ‘স্লিপ টাইমার’ ফিচারটি পাবেন। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, নির্বাচিত কিছু সংখ্যক ব্যবহারকারীকে ক্লক আইকন দেখানো হবে। এটিতে ‘ট্যাপ’ করলেই ১৫, ৩০, ৪৫ মিনিটের সময় সেটিংস ভেসে উঠবে ব্যবহারকারীর সামনে। চাইলে স্ট্রিমিং হতে থাকা পর্ব বা চলচ্চিত্রের শেষ পর্যন্তও সময় বেঁধে দেওয়া যাবে। খবর বিডিনিউজের।
বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ভিডিও দেখানো বন্ধ করে দেবে নেটফ্লিক্স। যদি পরীক্ষা সফল হয় এবং নেটফ্লিক্স ব্যবহারকারীরা ফিচারটিকে পছন্দ করেন, তাহলে আগামীতে আরও ডিভাইসের জন্য আসবে এটি। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভাজের্র প্রতিবেদন বলছে, আপাতত স্লিপ টাইমার ফিচারটি শুধু প্রাপ্তবয়স্কদের প্রোফাইলের জন্য রয়েছে। ফিচারটি একদম নতুন কিছু নয়। স্পটিফাই, পকেট কাস্টস ও প্যানডোরার মতো অ্যাপগুলোতে আগে থেকেই এটি রয়েছে। এনগ্যাজেট মন্তব্য করেছে, এর ফলে ডিভাইসের ব্যাটারির চার্জ নিঃশেষ হওয়ার হাত থেকে বাঁচবে।

পূর্ববর্তী নিবন্ধনিজের প্রস্তুতিতে ত্রুটি রাখছেন না সাকিব
পরবর্তী নিবন্ধউড়বে গাড়ি, ব্রিটেনে প্রায় তৈরি মিনি-বন্দর