তুমি ফিরবে বিশ্বাসে প্রতীক্ষায় আছি
মিথ্যার মোহময় মায়ায়,
যদিও অমোঘ সত্য
তোমার ফেরার ভাবনা বিলাসী কল্পনা।
সুনামি বয়ে গেছে
দৈত্যসম উত্তাল ঢেউয়ে
মৃত্তিকার অতল গহব্বরে ডুবেছে
আলোর নাচন
দূরে ভেসে গেছে চেনা মুখের হাট।
পরিযায়ী পাখিরা অজানায় মেলে ডানা
ভীতু আমার চোখের পরিখায়
দৃষ্টি মেলেনি হেমন্তের সোনালী মাঠ,
এক সিন্ধু জল সেঁচে
জীবন এখন স্রোতশূন্য মরা নদীর বাঁক।