বিবাদ

জসীম উদ্দীন মুহম্মদ | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

জানো সুনন্দা, কার পাপে রোম পুড়েছিলো?
এখন লোমকূপসহ কেবল জ্বলে আর পুড়ে
শব্দের দেনার কথা ভাবতেই গা শিহরে ওঠে
তবে কি আমিও একজন নখদন্তহীন সাপুড়ে?

বিবাদ আর বিসম্বাদ কোন কালে ছিলো না বল?
দুর্বাঘাসগুলোও আজকাল যেন আখাম্বা বাঁশ
শুনেছি চাঁদ আর মংগলেও হচ্ছে বিবাদের চাষ!

পূর্ববর্তী নিবন্ধবীজ বিনোদন
পরবর্তী নিবন্ধমরা নদীর বাঁক