বীজ বিনোদন

নাসিমা হক মুক্তা | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

নির্জীব হয়ে পড়ে আছে রোদ্দুরে
একখানি নীলিম দেহ
মরাগাছের মত শুয়ে প্রকৃতি মাখে
ধুলোট পায়ে কত যে তাপের নূপুর নাচে
তার শব্দে নদ-নদী, গগনতলের সমস্ত সুরাহ্‌
কান ভাঙে দ্বিধাদ্বন্দ্বের মূলে

চোখের স্বচ্ছ সরে কুয়াশার জাল বাঁধে
পরম সত্তার অচেনা বাঁক
মানুষেরা কাঁটায় কাঁটায় উল আঁকে
ভাগ্যের, জীবনের
আদিগন্তের উড্ডীন মনসুর ডুবে- নামে
একরাশ ঝোলাভর্তি গাঁ- গঞ্জের টইটম্বুরে

গভীর পাটাতনে গুঁড়িগুঁড়ি বৃষ্টি স্নানে
গৃহ কোলে নিবেদন করে ভোজন
বেশভূষা যতই বীজ বিনোদন
খাতায় লিখে রাখে জন্মের ভেতর মৃত্যু!

পূর্ববর্তী নিবন্ধইশকুলে যাবো
পরবর্তী নিবন্ধবিবাদ