ইশকুলে যাবো

অপু চৌধুরী | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

আমরা কি আর পরবো না মাগো
ইচ্ছেমতোই ঘুরতে
ইশকুলের ঐ খোলা আঙিনায়
ডানা মেলে মেলে উড়তে?

কতদিন ধরে দেখি না মা, জানো-
সেলিনা-রাশেদা ম্যামকে
টিফিন ছুটিতে খেলার সাথী ও
ঝালমুড়িঅলা জেমকে!

তুলি তুষি রূপা ভুলে গেছে বুঝি
রাখেনি আমাকে মনে
কত কোলাহল হই-হুল্লোড়ে
খেলেছি তাদের সনে!

কষেছি অংক একসাথে বসে
ভুল ধরে একে অন্যে
মনে পড়ে যেই কেঁদে ওঠে প্রাণ
ডুকরে তাদের জন্যে।

আজ আমি একা নেই কারো দেখা
কিছুই লাগে না ভালো
চাঁদ তারা ওঠে গাছে ফুল ফোটে
সব যেনো কালো কালো।

ভাবি মনে মনে যাবে কোন ক্ষণে
এই করোনার থাবা
আমি আবারও ইশকুলে যাবো
নিয়ে যাবে প্রিয় বাবা!

পূর্ববর্তী নিবন্ধজীবন বেজায় বিপন্ন
পরবর্তী নিবন্ধবীজ বিনোদন