জীবন বেজায় বিপন্ন

রূপক কুমার রক্ষিত | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

উঁচু থেকে নিচু, বড় থেকে ছোটো
চলছে চৌর্যবৃত্তি লুণ্ঠন,
আদর্শের ঘরে দুর্বৃত্তের আবাস
নৈতিকতায় ঘটছে স্খলন।

ব্যাভিচার আর বিপর্যয়ে যেন
শান্তির সব শেষ,
দায়িত্বের চরম অবহেলায় আর
নেই কিছু অবশেষ।

নষ্ট কামনার হীন লালসায়
দুষ্ট চক্রের ফন্দি,
বিবেকের ঘরে সাধু স্বচ্ছতা
নিদারুণ সন্ধিতে বন্দী।

নকল সাজে জীবনের পথ
দাপটে দেয় সদা পারি,
লোভের লাভে কেবলি দেখি
পাপের বোঝাটাই ভারী।

অজ্ঞানতায় মরীচিকা পিছে
ছুটে চলে শুধু বৃথা,
বর্বরতার রোষানলে কাঁদে
বিক্ষত মানবতা।

অরাজকতার কাঁটার আঘাতে
জীবন বেজায় বিপন্ন,
উত্তরণের আয়োজন বিনা
সংকট বড়ই আসন্ন।

পূর্ববর্তী নিবন্ধভোর হয়েছে
পরবর্তী নিবন্ধইশকুলে যাবো