মমতার ভাতা বিতরণ ও স্বাস্থ্য ক্যাম্প

| বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ১০:০৪ পূর্বাহ্ণ

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মমতার বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের উদ্যোগে ৭নং ওয়ার্ড মমতা সমৃদ্ধি কেন্দ্র উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত কেন্দ্র উদ্বোধন করেন ৯নং গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, কর্মসূচি সমন্বয়কারী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। একইস্থানে সকাল ১০টা থেকে দুপুর ২টা পযর্ন্ত অনগ্রসর জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে একটি স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হয়। অপরদিকে মমতা’র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নে গত ২৫ জানুয়ারি প্রবীণদের মাঝে পরিপোষক ভাতা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মমতা প্রবীণ জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচির ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদ আহমেদ এবং উপস্থিত ছিলেন মমতার সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির সহকারী পরিচালক এবং মমতার প্রবীণ কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মসূচির প্রোগ্রাম অফিসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আজ হাওলা মামা-ভাগিনার ওরশ
পরবর্তী নিবন্ধসাবেক এমপি নুরুল আলম চৌধুরীর কবরে শ্রদ্ধা