বহদ্দারহাটস্থ নিজ বাসভবনে আসা নেতাকর্মীদের সাথে সাক্ষাতে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, নৌকার বিজয়ে আমি শতভাগ আশাবাদী। উন্নয়ন, সেবা ও আন্তরিকতার জবাবে চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকরা বিএনপি নেতাদের বিভিন্ন অজুহাতের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করলে রেজাউল করিম চৌধুরী বলেন, তারা জনরায়কে ভয় পায় তাই তারা নানা অজুহাতে নির্বাচন বানচাল করতে চায় এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। প্রচারণাকালে তারা আমাদের পোস্টার ছিঁড়ে, নির্বাচনী অফিস ভাঙচুর করে এমনকি আমাদের কর্মীদের ওপর হামলা করে ও আহত করে আমাদেরকে উত্যক্ত করতে চেয়েছিল। তারা চেয়েছিল একটি অরাজক পরিস্থিতির উদ্ভব করে নির্বাচনকে বানচাল করতে। আমাদের নেতাকর্মীরা ধৈর্য্য ধারণ করেছে, শান্ত থেকেছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।