আনোয়ারায় ঘরের উঠান থেকে সিএনজি চুরি

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় রাতের আঁধারে বসতঘরের আঙ্গিনা থেকে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে আনোয়ারা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান অমীয় ভূষণ সেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিঙা মালিক মৃত অঞ্জন সেনের পুত্র টিংকু সেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত টিংকু সেন জানান, ৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের আমার স্ত্রীর নামে কেনা সিএনজি অটোরিক্সাটি স্থানীয় চালক বাবু সর্দার ভাড়ায় চালান। প্রতিদিনের মত ভাড়া শেষে রাতে ঘরের পাশে সিএনজিটি তালাবদ্ধ করে রেখে যাওয়ার পর গাড়িটি চুরি হয়ে যায়। শনিবার এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, সিএনজি চুরির ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চমেকের নতুন অধ্যক্ষের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধআর্থিক কষ্ট লাঘবে সড়ক পরিবহন আইন সংশোধন জরুরি : শাজাহান খান