আহমেদ ইমতিয়াজ বুলবুলের চলে যাওয়ার দুই বছর

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

দুই বছর হয়ে গেলো সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল নেই। গতকাল শুক্রবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বাংলা সংগীতের উজ্জ্বল এই নক্ষত্রের। গুণী গীতিকবি, সুরকার-সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের চলে যাওয়ার এ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন অনেকেই। খবর বাংলানিউজের।
২০১৯ সালের ২২ জানুয়ারি ভোরে রাজধানীর আফতাব নগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুর আগে থেকেই তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।
১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন। অডিও-সিনেমা মিলিয়ে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় অনন্ত হিরার সাহসী নাটক ‘মেজর’
পরবর্তী নিবন্ধক্যাটরিনার বোন ইসাবেলের নতুন সিনেমার ফার্স্টলুক