উত্তরা মোটরস লিমিটেডের স্বনামধন্য ডিলার রাজা মিয়া এণ্ড সন্স, বাদুরতলায় আয়োজন করেছে দুই দিনব্যাপী রিপ্লেসম্যান্টের আর্থিক অসচ্ছল ড্রাইভার মালিকদের জন্য ব্যাংক কিস্তির মেলা। ইউসিবিএল, কদমতলী শাখার ক্রেডিট ইনচার্জ এমদাদ হোসেনের সঞ্চালনায় কিস্তির মেলাটি উদ্বোধন করেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহম্মদ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান।
এতে স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, স্বল্প সুদে সর্বনিম্ন ডাউনপেমেন্টে সিএনজি মালিক ও ড্রাইভারদের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, কদমতলি শাখার মাধ্যমে রিপ্লেসম্যান্টে জনপ্রিয় বাজাজের এফএল প্যাকেজের নতুন ভার্ষন সিএনজি ট্যাক্সি ক্রয়ের জন্য ৫০০ জন কোম্পানির ব্যাংক ঋণ ও বিনিয়োগের ব্যবস্থা রেখেছি যাতে ২০০৩/২০০২ রিপ্লেসম্যান্টের সময়ের মতো টাকার কারণে নিম্নমানের গাড়ি ক্রয় করে আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়। মেলায় অন্যান্য অতিথি ছিলেন সিএনজি ব্যবসায়ীর উপদেষ্টা চেয়ারম্যান রাজা মিয়া কোম্পানি, রাজ মোটরসের পার্টনার এস এম মিজান, লিও রুবেল, আলম, মোস্তাক, ইউসিবিএলের নোমান মো. সিদ্দিক, শওকত ইসরাত সায়মন, উত্তর মোটরসের সেলস ও মার্কেটিংয়ের মাহমুদুল হাসান, রিয়াজুল ইসলাম, মোস্তাক, ব্যবস্থাপক জালাল উদ্দিন, এয়াকুব, স্বপন, আলী আজগর সর্দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।