চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বিভিন্ন স্থানে গণসংযোগ ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে রেজাউলকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধু সৈনিক লীগ : বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগরীর উদ্যোগে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভা গত ১৯ জানুয়ারি বহদ্দারহাট প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. সজিব তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। বক্তব্য রাখেন মো. জাহিদুল হাসান, মো. দস্তগীর আলম সুমন, মোরশেদ জাবেদ, জাহেদ আহমদ চৌধুরী বাবর, হাবিব রহমান, সঞ্চয় বড়ুয়া, শারমিন আক্তার, ইয়াছির আরমান রুম্মান, তূর্য্য চৌধুরী, অমল দে, মো. তারেক, জহির উদ্দীন রাজু, মো. ফয়সাল আহমেদ, নাসির উদ্দীন চৌধুরী, বুলবুল আহমেদ লিটন, মো. আলাউদ্দিন, মো. মুন্না, মো. আরিফ প্রমুখ।
আব্দুল্লাহ আল-মামুন : নৌকার সমর্থনে গতকাল যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সদস্য মো. ইকবাল হোসেনসহ ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ব্যারিস্টার তৌফিকুর রাহমান : যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রেজাউল করিমের সমর্থনে গতকাল ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। কাটাখালী প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুনুর রশীদ, ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন, সংরক্ষিত আসনের আওয়ামী লীগের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহানুর বেগম, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, নুর আলম মিয়া, জাকের আহম্মদ খোকন, সেলিম আফজল, মো. ইলিয়াস, মো. হারুন, শাহাবুদ্দিন, লোকমান মেম্বার, লোকমান, জাহিদ হোসেন খোকন, হুমায়ুন, বশির, সাইফুদ্দিন, বাবু, ইভান শাহাজান, ফারুক হোসেন সুমন, ইয়াছিন আরাফাত, মনির উদ্দিন রুবেল, মুছা, নয়ন, অপু, রানা, রায়হান, সাকিব, সারুফ, নুসরাত, আকিব, রাকেশ, বিশাল, সাইকা, শুভ, তানিয়া ও সানজানা।
জননেত্রী শেখ হাসিনা পরিষদের গণসংযোগ : নৌকা মার্কার সমর্থনে জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল বিকাল ৩টায় আন্দরকিল্লা চত্বর থেকে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, উপদেষ্টা জাফর ইকবাল, শহীদুল ইসলাম দুলদুল, সহসভাপতি লেফটেন্যান্ট (অব.) ইলিয়াছ কামরু, এম নুরুল হুদা চৌধুরী, সালমা বেগম, রেজাউল করিম, জিয়াউল হক চৌধুরী সুমন, জেলা সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার চৌধুরী, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মনির হোসেন, হায়াত উল্লাহ, সিদরাতুল এ্যানি, প্রকাশ ঘোষ পিকলু, প্রিয়ংকা, ইমকিয়াদ আহমদ আকাশ, ওমর ফারুক, কিংশুক দাশ আরিয়ান, আমজাদ হোসেন, মোশারফ হোসেন, একরামুল হক. মো. মনিরুল মোস্তফা, মো. খোরশেদ আলম জিকো, সাইফুল ইসলাম প্রমুখ।