এই শতকের মহামারী ‘উহান’ হতে আসা
গৃহবন্দী বিশ্ব তবু হারাচ্ছে না আশা।
যে’ করোনায় ধুঁকছে মানুষ বাড়ছে লাশের সারি
যে’ করোনায় রুদ্ধ হলো ব্যস্ত এই নগরী।
আসবে টিকা, বাঁচবে মানুষ এই আশাতে আছি
মৃত্যুটাকে দূরে ঠেলে থাকব কাছাকাছি।
ইউরোপে প্রতিদিনই মরছে হাজার লোক
আমেরিকায়ও মরছে মানুষ বাড়ছে কেবল শোক।
ভারত, ব্রাজিল, রাশিয়াতেও বাড়ছে শুধু লাশ
অজানা এক আতঙ্কেতে করছি সবাই বাস।
দু’হাত তুলে প্রভুর কাছে করি মোনাজাত
মোদের ‘পরে আর দিও না এমন অভিশাপ।
করোনামুক্ত পৃথিবী হোক শান্তিময় আবার
সাতশ’ কোটি জনে গড়ুক একটি পরিবার।।