আসন্ন চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপি মনোনীত প্রার্থী এম. আইনুল কবির ও ১০ কমিশনার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাইয়ের দিনে ঋণ খেলাপি হওয়ায় এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, গত ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চন্দনাইশে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ঋণ খেলাপি হওয়ার কারনে এলডিপি মনোনীত মেয়র প্রার্থী এম. আইনুল কবিরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিশনার পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তন্মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় ১নং ওয়ার্ডের শাহেদুল ইসলাম, ঋণ খেলাপি হওয়ায় ২নং ওয়ার্ডের কেএম হামিদ উদ্দিন, মোজাম্মেল ইসলাম সোহেল ও মোঃ কামাল হোসেন চৌধুরী এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় একই ওয়ার্ডের মোঃ ইউসুফ, ঋণ খেলাপি হওয়ায় ৪নং ওয়ার্ডের মোঃ গোলাম মোস্তফা, ৬নং ওয়ার্ডের মোঃ সৈয়দ এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সরওয়ার ইসলাম, মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় ৭নং ওয়ার্ডে মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং ঋণ খেলাপি হওয়ায় মোঃ আবু ছাদেকসহ ১০ জন কমিশনার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে দাখিলকৃত ৯জন প্রর্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা ৩ দিনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবলে লিখিতভাবে আপিল করতে পারবেন।
এদিকে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, ২নং ওয়ার্ডের কমিশনার মো. মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে মামলার তথ্য গোপনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সে প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী নন। যার বিরুদ্ধে মামলা রয়েছে তার নাম ও পিতার নাম প্রার্থী মোজাম্মেলের সাথে মিল রয়েছে। এছাড়া ৬নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী সরওয়ার আলমের বিরুদ্ধে যে নারী ও শিশু নির্যাতন মামলাটি দেখানো হয়েছে মুলত তা আবু তাহেরের বিরুদ্ধে। কম্পিউটার টাইপে ভুল হওয়ায় ২ কমিশনার প্রার্থীর তথ্য ভুল এসেছে। যা আপিলের মাধ্যমে সংশোধন করা যাবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও ১৪ ফেব্র“য়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে আগামী ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।












