বান্দরবান পৌরসভা নির্বাচনে বৈধ ৫ মেয়র প্রার্থী, বাতিল ৩ কাউন্সিলর প্রার্থী

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ৫:৪৮ অপরাহ্ণ

বান্দরবান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম। প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা। অপরদিকে সংরক্ষিত তিনটি আসনে ৭ জন নারী প্রার্থী এবং নয়টি ওয়ার্ডে ৩৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঋণ খেলাপীর কারণে ১নং ওয়ার্ডের সুকুমার শীল, মো. আবুল কালাম এবং ৯নং ওয়ার্ডের মো. আরিফুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে প্রার্থীরা নিশ্চিত হওয়ায় জমে উঠেছে বান্দরবান নির্বাচনী আমেজ। প্রচার-প্রচারণা এবং নির্বাচনী পরিকল্পনা সাজাতে কর্মী-সমর্থকদের নিয়ে সভা, বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে রেজাউল করিমের গণসংযোগ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে এলডিপি মনোনীত মেয়র প্রার্থী ও ১০ কমিশনার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল