করোনা ও অসুস্থ রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে সানোয়ারা ইসলাম ট্রাস্ট। গত ১২ জানুয়ারি সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির উদ্যোগে এই ফ্রি সার্ভিস চালু করা হয়।
চান্দগাঁও, বাকলিয়া, মোহরা এলাকার অসুস্থ, বয়োবৃদ্ধ, প্রসূতি ও কোভিড ১৯ আক্রান্ত রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য উক্ত ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। যা করোনাকালীন সময় পর্যন্ত অসুস্থ রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এই সার্ভিস পেতে ০১৮১৭-৭২৭১৫৩ ও ০১৮১৪-৮৯১৭৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।