বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার জন্য আবেদন

টিকার ট্রায়াল হবে ঢাকায়

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের উৎপাদিত করোনাভাইরাস টিকা মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য আবেদন করেছে। গতকাল রোববার বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কাছে এই আবেদন করা হয়। অনুমোদন পাওয়ার পরের সাত থেকে দশ দিনের মধ্যে ঢাকার কোনো একটি বেসরকারি হাসপাতালে শ’খানেক স্বেচ্ছাসেবকের ওপর টিকাটি প্রয়োগ করা হবে ট্রায়ালের জন্য। গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাকন নাগ বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আবেদনটি তাদের পক্ষ থেকে করেছে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ওষুধ প্রশাসনের অনুমোদিত। ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এই প্রতিষ্ঠানটি, যার স্পন্সর করছে গ্লোব বায়োটেক। ক্লিনিক্যাল ট্রায়াল করতে হলে সাধারণত তৃতীয় একটি পক্ষের মাধ্যমে করতে হয়। পুরো ট্রায়ালটি পরিচালনা করবে একটি গবেষক দল, যারা আবেদনটি জমা দিয়েছে। খবর বিবিসি বাংলার।
কীভাবে করা হবে : মানবদেহে গ্লোব বায়োটেকের টিকার ট্রায়ালটি কীভাবে করা হবে সেটি আবেদনপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে এটি অনুমোদনের আগ পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না বলে জানান কাকন নাগ। এই ট্রায়ালে শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেবেন।
ট্রায়ালটি কতদিন চলবে : কাকন নাগ বলেন, ফেস ওয়ান এবং ফেস টু এই দুটি ধাপের জন্য ট্রায়ালের অনুমোদনের আবেদন করা হয়েছে। একটি ফেস বা ধাপ শেষ হলে আরেকটি শুরু হবে। একটি ধাপ শেষ করতে হলে ৪০-৪৫ দিন লাগতে পারে।
টিকা আসতে কতদিন লাগবে : ৬ মাসের মধ্যে টিকা ব্যবহারের জন্য উৎপাদন করা সম্ভব হবে। সে অনুযায়ী এর মধ্যে প্রায় তিন মাস পেরিয়ে চার মাস হতে চলল। তবে এখনো টিকা উৎপাদন নয়, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালেরও তিন থেকে চারটি ধাপ রয়েছে; যার মধ্যে মাত্র দুটি ধাপের অনুমোদনের জন্য গতকাল আবেদন করা হয়েছে।
অনুমোদনের পরবর্তী ধাপ কী : বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের একটি কমিটি আছে। তারা গ্লোব বায়োটেকের আবেদনপত্র মূল্যায়ন করে দেখে অনুমোদন দেবে। ট্রাযালের পর আবার ওষুধ প্রশাসনের কাছে আবেদন করা হবে টিকা বাণিজ্যিকভাবে উৎপাদনের চূড়ান্ত অনুমোদনের জন্য।

পূর্ববর্তী নিবন্ধছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি
পরবর্তী নিবন্ধদুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ হবে?