চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল (৩২নং আন্দরকিল্লা ২য়, ৩য় অংশ) নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আসছে ২৭ তারিখ নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীক, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের পর পর তিনবার নির্বাচিত সফল কাউন্সিলর জহর লাল হাজারীর মিষ্টি কুমড়া ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেনগুপ্তের হেলিকপ্টার প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব প্রদীপ বড়ুয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেনগুপ্ত, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকবাল হাসান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিরন হোসেন (মিলন), পুরাতন গীর্জা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান বাবু, ইসলামাবাদ মার্কেটের সভাপতি মো. সাইফুল, মিলন চক্রবর্তী, রতন দে সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।