চট্টগ্রাম সিটি কপোর্রেশন নিবার্চনে বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি জনগণের দল। দেশের জনসাধারণকে নিয়েই বিএনপির রাজনীতি। মেয়র নিবার্চিত হলে শ্রমিকদের চাকরি ও বেতনের নিরাপত্তা নিশ্চিত করবো।
তিনি বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, মেয়র প্রাথী শাহাদাত হোসেনকে বিজয় করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ও বেগম খালেদা জিয়ার মুক্তি তরান্বিত করতে সর্বশক্তি দিয়ে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে ষড়যন্ত্রমূলক মামলায় গৃহবন্দী রয়েছেন। বিএনপি এদেশের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে।
বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ—সভাপতি শ ম জামাল, সহ—সভাপতি শামসুল আলম (ডক), ইদ্রিস মিয়া, উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি কামাল পাশা, রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, মহানগর মহিলা শ্রমিক দলের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী মিনু, শ্রমিকদল নেতা জাফর, মজিবুল হক, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিকী, আবদুল বাতেন, আবুল হাসেম, মো. ফরিদ, আবদুল মান্নান, মো. আলী, মো. রফিক, আলতাফ হোসেন, দেলোয়ার হোসেন, মো. ফরিদ নির্মাণ, মো. নবী, হাসিবুর রহমান বিপ্লব, ছালে আহম্মদ, কামাল উদ্দীন, নুর মিয়া মধু, নজরুল ইসলাম গাজী, মো. রবি, ফজলুল হক জাবেদ প্রমুখ।