বিশ্বজুড়ে একদিনে রেকর্ড ১৫ হাজার ৭০০ মৃত্যু

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ৭১১ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৩ হাজার ৩৫৩ জন। এর মধ্য দিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ২০ লাখ ছাড়াল। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৬২৯ জন।
বিশ্বে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন, যা আগের ভাইরাস থেকে শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৯ হাজার ৫৯৯ জনের। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৮১৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৫৬৪ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮১ লাখ ৯৫ হাজার ৬৩৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৪ হাজার ৭২৬ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৪৮ হাজার ২০৩ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬২ হাজার ৮০৪ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ লাখ ৬৪ হাজার ৫১ জন। এর মধ্যে মারা গেছে ৮৩ হাজার ২০৩ জন। আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলে ট্রায়ালে চীনা টিকার কার্যকারিতা মিলল ৫০.৪%
পরবর্তী নিবন্ধনগরবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই