শীত নামে নূরনাহার নিপা | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:৪৮ পূর্বাহ্ণ কুয়াশার চাদরে শীত নামে আদরে। শীত নামে টনটন হাওয়া বয় শন শন। খুঁজি কাঁথা কম্বল শীতেরই সম্বল। লেপ মুড়ে যাই ঘুম, মুখ ভারী সূর্যের; মা ডাকে, উঠ খোকা, মন ভারী তূর্যের।