নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. মাহমুদুর রহমান ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় ঝাউতলা কলোনির রেল স্টাফ ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন ও এলাকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
তিনি বর্তমান সরকারের উন্নয়ন সবার নিকটে ছড়িয়ে দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন।
মাহমুদুর রহমান এ এলাকা থেকে প্রতিহিংসার রাজনীতি দূর করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
এ ওয়ার্ডের পানির ট্যাংকি বি/ডব্লিউ-৪ এলাকায় পানির সমস্যা প্রকট হওয়াতে তিনি স্ব-অর্থায়নে এক ভাউচার পানি দিয়ে সহযোগিতা করেন এবং মঙ্গল, বুধবারও একইভাবে পানির ব্যবস্থা করে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গিকার করেন।
তিনি বয়োজ্যেষ্ঠদের কাছে তার জন্য দোয়া চান এবং তাদের নৌকা ও রেডিও প্রতীকে ভোট দিতে অনুরোধ করেন।