দক্ষিণ কাট্টলীর গগনের ছড়ার ময়লা পানি চলাচল রাস্তায়

| মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

পাহাড়তলী থানার অন্তর্গত ১১ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত দক্ষিণ কাট্টলী গ্রাম। এই গ্রামটি আজ যোগাযোগের উন্নয়নে বড় বড় দালান গড়ে উঠেছে।
যা সত্যিই অবিশ্বাস্য। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল মন্ত্রী ডাঃ আফছারুল আমীন এর তত্ত্বাবধানে ২ বারের কমিশনার মোর্শেদ আক্তার চৌধুরী গ্রামের চেহারা বদলিয়ে দিয়েছে।
শুধু বদলাতে পারেনি গগনের ছড়াটি, বশর কলোনী থেকে শুরু করে দিন বন্ধু চক্রবর্তী বাড়ির পাশ ঘেষে সোজা যুধিষ্ঠির মহাজন বাড়ি হয়ে ভুঁইয়া কলোনী হয়ে সোজা ২২ প্লটে গিয়ে পড়েছে।এই ছড়াটির সংস্কার এখনও নজরে আসেনি। তা দুঃখজনক বলা যায়। পরিশেষে কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।
রাজীব হোড় (রাজু), যুধিষ্ঠির মহাজন বাড়ি, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধস্বামী বিবেকানন্দ : দেশব্রতী ও মহান মানবপ্রেমিক
পরবর্তী নিবন্ধবিবাহ ও সামাজিক প্রেক্ষাপট