বিবাহ ও সামাজিক প্রেক্ষাপট

অস্মিতা তালুকদার | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বর্তমান সমাজে বিয়ের বাজারে ছেলের চাই খুব ভালো মাইনের চাকরি এবং মেয়ের চাই উজ্জ্বল বর্ণ এবং পিতার ভালো আর্থিক অবস্থা।
ব্যাপার লক্ষ করলে খুবই কটু শোনায়। কিন্তু উভয়ক্ষেত্রেই আর্থিক মানদন্ড যেন সমাজের প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে! অনেকটা বাণিজ্যিক সম্পর্কে আমরা জড়িয়ে পড়ছি। একে অন্যের মূল্যবোধ যেন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা যেই ছেলেটি ভালো মাইনে পাচ্ছে না কিন্তু চারিত্রিক মূল্যবোধে বাকী দশজনের কাছে দৃষ্টান্তস্বরূপ তার মূল্যায়ন কি সঠিকভাবে আমরা দিতে পারছি? আবার যেই মেয়েটি সুস্থ পারিবারিক আদর্শে বেড়ে উঠেছে তার গায়ের রঙ আর বাবার পেশার কাছে কি সে অর্জিত মূল্যবোধ ম্রিয়মান হয়ে পড়ছে না? সকল অভিভাবক চায় নিজের সন্তানদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে! শুধুমাত্র ছেলের চাকরি দেখেই যদি আপনার মেয়ের ভবিষ্যত তার হাতে তুলে দেন সে হয়ত আর্থিক টানাপোড়নে থাকবে না মানসিক শান্তি নিশ্চিত করতে পারবেন কি? আবার অপরদিকে যে মেয়েটির বাহ্যিকতা দেখে আজকে তাকে ছোটো করে দেখছেন, হতেও তো পারে সে মেয়েটির প্রতিটি সিদ্ধান্ত আপনার জীবনকে আরো সুখময় করে তুলতে পারতো! মূল্যবোধের যত্ন নিন,নিজের মতামতকে আর্থিক মানদন্ডে যাচাই না করে নিজের মানসিক শান্তি আগে নিশ্চিত করা জরুরি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীর গগনের ছড়ার ময়লা পানি চলাচল রাস্তায়
পরবর্তী নিবন্ধভুল স্বীকার না করাটাও একধরনের ব্যাধি