চট্টগ্রাম জেলা দলের সাবেক কৃতী ফুটবলার ও ক্রিকেটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের ইতিহাস বিভাগের ছাত্র ফখরুল ইসলাম টিটু আর নেই। গতকাল ১০ জানুয়ারি ভোর সাড়ে তিনটায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে এবং এক ছেলে রেখে যান। গতকাল বাদ আসর নাসিরাবাদ গৃহায়ণ কর্তৃপক্ষ মাঠে মরহুমের জানাজা শেষে গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।
ফখরুল ইসলাম টিটুর মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।