স্বপ্ন দেখি কাল মধ্যরাতে,
সেখানে আমার যত্রতত্র বিচরণ।
আমাকে কখনো ভাসিয়ে নিয়ে গেল
সিন্দাবাদের জাহাজে ভর করে,
কখনো আবার হাওয়ায় উড়ালো
শুকনো খড়কুটোর মতো,
কনকনে শীতের হিমেল কাঁপুনি
এলো সারা অঙ্গ জুড়ে,
বিশুদ্ধ ঝিরঝিরে বাতাসে শূন্যে মিশে
আমি একাকার।
যদি আলাদীনের আশ্চর্য প্রদীপ পেতাম,
বদলে দিতাম কাদা মাখা পৃথিবী,
বদলে নিতাম জীবন।
জীবনের পরতে পরতে শুধুই নিম তিতা
ফ্যাকাসে আর বিবর্ণ
হাঁটতে গিয়ে পিছলে পড়ি,
না হয় লেপ্টে চ্যাপ্টে যাই,
থেঁতলে যাওয়া কঠিন সময়ে
একান্ত আপনজনও হারিয়ে যায়।
মুখোশের আড়ালে ছদ্মবেশে
খুঁজে পাই কুশীলব রূপে,
প্রচণ্ড দাবদাহে ভস্মীভূত আত্মা
বিবাগী হয় সন্ন্যাসী ধ্যানে।
ঘুম ভেঙে যাক নির্ভয়ে নিভৃতে
স্বপ্ন না টুটে,
জীবন পাতার মর্মরে।