বালুকাবেলার সেই ছোটবেলায়
কামরাঙা গাছের কাঠির সেতুতে
দুই সহোদরা মিলে
কত্তো পিঁপড়ের প্রাণ বাঁচিয়েছি।
‘পিঁপড়ের বাহাদুরি’ পড়ে
এই জীবনে একটা পিঁপড়ে ও মারিনি!
লাল পিঁপড়ে আর ডেঁয়ো পিঁপড়ের
কামড়ও খেয়েছি!
অথচ অদ্ভুতভাবে পিঁপড়ের প্রাণের জন্য মরিয়া হয়েছি।
আমরা মানুষেরা
পায়ের তলায় কত্তো পিঁপড়ে পিষ্ট করি,
তবুও বলি, পৃথিবীর অবারিত বুকে
পিঁপড়েরও দাবি আছে ঘুরে বেড়ানোর!