‘গ্ল্যামার’ নয় বরং গল্পের বিষয়বস্তু পছন্দ হলেই পাওলি দাম অভিনয়ে আগ্রহী হন। টালিগঞ্জের আলোচিত সমালচিত অভিনেত্রী পাওলি দাম। অনেকেই মনে করেন খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্যই তিনি জনপ্রিয়। তবে তার বেশিরভাগ ছবিই তথাকথিত গ্ল্যামার হীন। তারপরও তার অভিনীত ছবির তালিকায় যেমন রয়েছে বড় বাজেটের ছবি। তেমনই রয়েছে স্বল্প বাজেটে প্রতিভাবান পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। যেখানে বেশিরভাগ নায়িকা আবেদনের পেছনে ছোটেন সেখানো জোড়ালো চরিত্রে অভিনয় করার জন্যই পাওলি দাম অপেক্ষা করেন। খবর বিডিনিউজের।
এক সাক্ষাৎকারে টাইম অফ ইন্ডিয়াকে বলেন, নারী হিসেবে চরিত্রের বিষয়বস্তুর দিকেই বেশি নজর দেই। অভিনয়ের যেখানে এখনও স্পর্শ পড়েনি সেখানটাই আমি ছুঁয়ে দেখতে চাই। এমন সব চরিত্রে অভিনয় করতে চাই, যা আগে কখনও করিনি।
বাংলা ছবিতেই কাজের সংখ্যা বেশি। হিন্দি নয় কেনো?
সমপ্রতি হিন্দি ওয়েব প্রোজেক্টে কাজ করা পাওলির উত্তর, সত্যি বলতে মুম্বাই থেকে সেরকম পছন্দনীয় চরিত্রের কাজ আসেনি। তবে অবশ্যই আমি হিন্দি ছবিতে কাজ করতে চাই। যদি সেটা হয় ‘বুলবুল’ বা ‘কালি’ বা ‘অঙ্কুর অরোরা মার্ডার কেইস’য়ের মতো ছবি তবে খুশি মনেই আমি হ্যাঁ বলবো। তিনি আরও বলেন, আসলে বাংলাতেও খুবই ভালো বিষয়বস্তুনির্ভর কাজ হচ্ছে। আর এখানে কাজ করতেও আমার ভালো লাগে। বাংলাদেশের ছবিতেও কাজ করেছেন পাওলি দাম। শাকিব খানের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সেই ছবির নাম।