বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান সবাই স্মরণ করেন। তিনি দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। তার বিদায়ের ক্ষণকে স্মরণীয় করে রাখা হবে। এমন কথা বিসিবির অনেক কর্মকর্তাই বলেছেন। কিন্তু মাশরাফির বিদায়টা আনুষ্ঠানিকভাবে হবে কিনা তা নিয় সংশয় প্রকাশ করছেন অনেকেই। কারন বিসিবির ভবিষ্যতের পরিকল্পনায় নেই মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষনার পর এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে মাশরাফি না থাকলেও বিষয়টাকে তিনি পেশাদারিত্বের সাথে গ্রহণ করেছেন। এখনই ক্রিকেট ছাড়ছেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না পারলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন মাশরাফি। এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুচের মতে মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়নি এখনও। ঘরোয়া ক্রিকেটে নিজেকে ফিট প্রমাণের পাশাপাশি কার্যকরী বোলিং করতে পারলে মাশরাফির ফেরার সম্ভাবনাও থাকবে। ইনজুরি আর অপারেশনের ধকল কাটিয়েও সেই ২০১১ এর পর আবার প্রায় ১০ বছর খেলা চালিয়ে গেছেন। বার বার প্রতিকূলতাকে জয় করার নাম মাশরাফি। এখনও তার বলের ধার শেষ হয়ে যায়নি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এক ম্যাচে ৫ উইকেট দখল করে সে সত্যই জানান দিয়েছেন। এখন আরো একবার দেখার বিষয় ফিরতে পারেন কিনা মাশরাফি।