আফগানিস্তানের নতুন ‘হোম’ ভেন্যু ওমান

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

টেস্ট মর্যাদা পাওয়া থেকে এখনও বেশ দূরে আছে ওমান। তবে খুব শিগগিরই দেশটিতে হতে যাচ্ছে টেস্ট ম্যাচ! সংযুক্ত আরব আমিরাত, ভারতের পর আফগানিস্তানের নতুন ‘হোম’ ভেন্যু ওমান। আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণই আয়োজনের জন্য আইসিসির স্বীকৃতি পেয়েছে। টাইমস অফ ওমানের খবর, এই মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ম্যাচ তিনটি হবে ২৬, ২৯ ও ৩১ জানুয়ারি। এরপর ওমানের এই মাঠের টেস্ট অভিষেক হয়ে যাবে আগামী মাসে। আফগানরা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এখানে জিম্বাবুয়ের বিপক্ষে। সঙ্গে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। আইসিসির মানদণ্ড অনুযায়ী সব সুযোগ-সুবিধা ও অন্যান্য সবকিছু গড়ে তোলার পরই টেস্ট আয়োজনের স্বীকৃতি পেয়েছে এই মাঠ।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ এখনো শেষ হয়ে যায়নি মাশরাফির
পরবর্তী নিবন্ধরিচ ব্রাদার্স একাডেমি এবং ঢাকা সিটি ক্লাবের জয়