রিচ ব্রাদার্স একাডেমি এবং ঢাকা সিটি ক্লাবের জয়

মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং ঢাকা সিটি ক্লাব। গতকাল অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৪ রানে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ফারদিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন ইসলামীয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক ভি.পি নাজমুল আলম খান।
দিনের দ্বিতীয় খেলায় ঢাকা সিটি ক্লাব ৮৫ রানে ইয়ং ডাইনামাইট ক্লাব অব চট্টগ্রামকে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ঢাকা সিটি ক্লাব নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে ইয়ং ডাইনামাইট ক্লাব অব চট্টগ্রাম সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন ৪নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য নিজাম উদ্দিন এবং ইয়ারব এজেন্সীর ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নতুন ‘হোম’ ভেন্যু ওমান
পরবর্তী নিবন্ধমাদার বাড়ী উদয়ন সংঘের সভা অনুষ্ঠিত