যাতে তার জন্য সব ধরনের ফলমুল থাকে আর সে বার্ধক্যে উপনীত হয় এবং তার কর্মাক্ষম (দুর্বল) সন্তান-সন্ততি থাকে। তারপর আপতিত হলো এর উপর এক ঘূর্ণিঝড়।
– আল কুরআনের বঙ্গানুবাদ (২:২৬৬) সূরা বাক্বারা।
যাহার অন্তরে একটি সরিষা পরিমাণ ঈমান আছে, সে দোযখে যাইবে না। আর যাহার অন্তরে একটি সরিষা পরিমাণ আত্মগর্ব আছে, সে বেহেশ্তে যাইবে না।
-আল-হাদিস (মোসলেম, ইবনেমাজা, তিরমিজী)।
সংকটে পতিত হলে সংকট অতিক্রমকারীদের পরামর্শ গ্রহণ করো।
– নিকোলাস মুলার।