ইংরেজি মাধ্যমের স্কুলে সেশন ফি নিয়ে হাই কোর্টের রায় স্থগিত

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ইংরেজি মাধ্যমের স্কুলে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফির নামে অর্থ আদায় নিষিদ্ধ করে প্রায় চার বছর আগে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে প্রত্যেক জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং দেশীয় কৃষ্টি-সংস্কৃতির আবহে পালন করা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ প্রখ্যাত বাঙালি কবি-সাহিত্যিকদের রচনাবলীর সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে যে নির্দেশনা ছিল, সেটি বহাল রাখা হয়েছে। খবর বিডিনিউজের।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে গ্রিন ডেল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষের আপিলের আবেদন গ্রহণ করে গতকাল এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ।
এদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধকার্টুন দেখানোর ছলে সাত বছরের খালাতো বোনকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধপি কে হালদারের মামলায় পক্ষভুক্ত ৪ আমানতকারী