অনুভব

সুতপা চক্রবর্তী | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১০:১৮ পূর্বাহ্ণ

তুমি যখন একাকিত্বে নিজেকে
হারিয়ে ফেলো, ডুবে যাও নি:সঙ্গতার কষ্টে
আমি তখন তোমার কাছে আসি কোলাহলের
আনন্দ নিয়ে।

তুমি যখন প্রেমহীনতায় ভোগো
তখন আমি আমার সবটুকু প্রেম
তোমাকে নিবেদন করি।।

তুমি যখন অস্থির থাকো
তখন আমি আমার সব
স্থিরতা নিয়ে আসি তোমার কাছে।

আর যখন তুমি সব নিয়ে থাকো
তখন এই একাকী আমি
তোমার কোলাহল, প্রেম, স্থিরতার
আনন্দের মধ্যেই বিরাজ করি।

এই একাকীত্বে একটুও কষ্ট নেই জানো,
কারন সত্যিকারের ভালোবাসা
শুধু ভোগী করে না
ত্যাগী ও করে …

পূর্ববর্তী নিবন্ধএক টুকরো মেঘ চাই
পরবর্তী নিবন্ধঝরা পাতার দিন