গণতন্ত্র বিজয় দিবসে বাঁশখালীতে আওয়ামী লীগের পৃথক কর্মসূচি

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৭:১০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে গণতন্ত্র বিজয় দিবসে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদক পৃথকভাবে কর্মসূচি পালন করে। উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয় গ্রিন পার্ক কনভেনশন হলরুমে। আর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বানীগ্রাম দি কিং অব বাঁশখালী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন অধ্যাপক শেখ ফরিদুল আলম, সরল ইউপি চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার, মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, আকতার হোসেন, সাদুর রশিদ, জাহাঙ্গীর আলম, জিল্লুল করিম শরীফি, টুটুন চক্রবর্তী, নজরুল ইসলাম, পৌরসভা যুবলীগের আহ্বায়ক মো. হামিদ উল্লাহ, আবু নোমান চৌধুরী, শিহাবুল হক সিকদার, জসীম হায়দার, ফৌজুল কবির চৌধুরী, মোজাফ্‌ফর আহমদ, মো. বাহাদুর, মাহামুদুল ইসলাম, মাওলানা আক্তার হোসাইন, রোজিয়া সুলতানা রোজি, হিরামনি, দেবী রুদ্র, মো. নাদিম, মিজানুর রহমান সিকদার, নাঈমুদ্দিন মাহফুজ, ইফতেহার হোসেন বাবু, মিজানুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ও ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সভাপতিত্বে পৃথক গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা বানীগ্রাম দি কিং অব বাঁশখালী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আবদুর রাজ্জাক, বাহারছড়ার সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবারকোয়াটর্ারে বস্তিতে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধশুক্লাম্বর দিঘীর পুণ্যস্নান ও পূজা ১৪ জানুয়ারি