চাঁদ উঠেছে ফুল ফুটেছে বিজয়দিনে ঐ
বাঙালিরা খুঁজছে সবাই রাজাকাররা কই
রাজাকার আর আলবদরে পাকসেনাদের সাথি
বুদ্ধিজীবি মারলো অনেক মধ্য রাতারাতি!
দালানকোঠা মাটির ঘরে আগুণ দিলো সখে
দাউদাউদাউ আগুণ দেখে,গালমন্দে বকে
মুজিব সেনার দাপট ভয়ে ভীতু ইঁদুর সাজে
ছুটছেনা আর হাটবাজারে সঙ্গীসাথি লাজে!
তারপরেও চুপিচুপি মুক্তিসেনা খুঁজে
খবর দিতো পাকসেনাদের অবস্হা কি বুঝে
পথেঘাটে অলিগলি গাঁয়ের মেটো পথে
মুক্তিসেনার গুলির মুখে মরলো শতেশতে!
কান্ড দেখে পাকসেনারা হার মেনেছে যেই
বাঙালিরা বিজয়গানে নাচ্ছে তাধেই ধেই
জাতিরপিতা শেখমুজিবুর দশ জানুয়ারি আসে
লালসবুজের পতাকাটাই,- ভীষণ ভালোবাসে!