ভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের দেহে করোনার নতুন ধরন

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:০৯ পূর্বাহ্ণ

ভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের দেহে করোনাভাইরাসের বেশি সংক্রামক ধরনটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করোনাভাইরাসের নতুন এ ধরনটি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর দেশে দেশে সীমান্ত বন্ধেরও হিড়িক পড়েছে। খবর বিডিনিউজের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত ৬ রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সঙ্গে ভ্রমণ করা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ভারত চলতি মাসের ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যদিও নভেম্বরের শেষদিক থেকে নিষেধাজ্ঞা দেওয়ার আগ পর্যন্ত প্রায় ৩৩ হাজার যাত্রী যুক্তরাজ্য থেকে দেশটিতে নেমেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১১৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়; আক্রান্তদের নমুনা পরীক্ষা করে ৬ জনের মধ্যে নতুন ধরনটি মেলে, বলেছে তারা। ভারতে গতকাল মঙ্গলবার নতুন ১৬ হাজার ৪৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সব মিলিয়ে দেশটিতে শনাক্ত রোগী এক কোটি ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে এক লাখ ৪৮ হাজারের বেশি মানুষের।

পূর্ববর্তী নিবন্ধবন্দর-সিইপিজেডের কাছে ফের সার্ভিস চার্জ চাইলেন সুজন
পরবর্তী নিবন্ধরাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম জব্দ