রাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম জব্দ

আজাদী ডেস্ক | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:০৯ পূর্বাহ্ণ

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম জব্দ করেছে র‌্যাব। এ সময় তিন জনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির রামপুরা থানাধীন ২৪৩/এ, পূর্ব রামপুরা, জাকের গলি এলাকার শুকরিয়া ভবনে অভিযান চালায়। এ সময় প্রায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ইউরেনিয়াম ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের নাম এবিএম সিদ্দিকী ওরফে বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩) ও মো. মিজানুর রহমান (৫০)। তাদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে, একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বাক্স, যার গায়ে ইংরেজিতে টজঅঘওটগ অঞঙগওঈ ঊঘঊজএণ গঊঞঅখওঈ ঊখঊগঊঘঞ অঞঙগওঈ ডঊওএঐঞ ২২২.০৭ (অ) ২খ.ই খঅইচজঙঝ লেখা আছে, একটি রিমোট কন্ট্রোল, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, পাঁচটি কাচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কেচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপসদৃশ বস্তু, একটি মেটাল ছাকনি, একটি ক্যাটালগ, এক জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গাউন)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম কিনে তা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মালামাল ও আসামিদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের দেহে করোনার নতুন ধরন
পরবর্তী নিবন্ধসামনে আরও বড় মহামারি আসতে পারে : হু