না না ওখানে হাত দিও না
ওটা কিচ্ছু নয়
ওটা একটা নদী
মরাকটালের আধিক্যে
নদীটা ধূ ধূ মরুভূমি।
না না ওখানে হাত দিও না
ওটা কিচ্ছু নয়
একসময় ওটা হৃদপিণ্ড ছিল
যেখানে ডানা ঝাপটাতো সুখপাখি।
ওখানে বিশ্বাসী প্রেম ছিল
ক্ষতচিহ্ন বুকে নিয়ে
ওটা এখন আন্ধার কবর।
ও কি আসবে মধুচাঁদ হয়ে
আসবে কি দিতে আমায়
রাতজাগা পূর্ণিমা প্রহর?