বিকেলের শেষ ট্রেনটি

শিবলী ভট্টাচার্য | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৫৩ পূর্বাহ্ণ

গোধূলির লগনে যখন
স্টেশনে কুলিদের হৈচৈ,
আমি তখন পাতছি কান
কিন্তু ট্রেনের শব্দ কই?

ট্রেনটি ছিলো অগোচরে
পাচ্ছিলাম না সাড়া,
ছটফট করছি এদিকসেদিক
হচ্ছি ছন্নছাড়া।

ট্রেন যেনো হয়েছে আজ
আমার সুখের ঠিকানা,
কিন্তু সে করছে ভীষণ
রকমের টালবাহানা।

হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি
সমগ্র প্ল্যাটফর্মে,
ঘেমে যাচ্ছি অনবরত
অস্থির এই গরমে।

সব মানুষের আনাগোনায়
প্ল্যাটফর্মটি কোলাহলপূর্ণ,
আমার মনটি ক্ষণে ক্ষণে
হয়ে পড়ছে শূন্য।

হঠাৎ যেন দেখতে পেলাম
ছোট্ট একটা আলো,
এই বুঝি আমার অধীর আগ্রহের
প্রতীক্ষার আলো!

আশাহত করেনি আমায়
বিকেলের শেষ ট্রেনটি,
শেষ হলো আমার
অপেক্ষার প্রহরটি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর নতুন খুশি
পরবর্তী নিবন্ধআবদুল বারি