উৎপাদনের আগেই পণ্যের মোড়কে তারিখ

থাই ফুডকে ৬০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:১৫ পূর্বাহ্ণ

উৎপাদনের আগেই পণ্যসামগ্রীর প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ বসানো, কারখানার শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মেনে নোংরা পরিবেশে খাবার উৎপাদন ও বিতরণের দায়ে থাই ফুডকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় কারখানাটিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এছাড়া বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গাড়ি পার্কিং এবং রাস্তা ও ফুটপাতে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১১ ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করেন তিনি। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, খাদ্যপণ্যের প্যাকেটে আগাম উৎপাদনের তারিখ লেখাসহ স্বাস্থ্যবিধি না মানার কারনে হামজারবাগ এলাকা থাই ফুড নামের একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। তাছাড়া ঈশান মিস্ত্রির হাট এলাকা অভিযান চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে কয়েক ব্যক্তিকে জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কাউন্সিলর নিয়ে ভাবছেন ভোটাররা!
পরবর্তী নিবন্ধলামায় ৬ বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক পৌর মেয়রের মামলা