‘দ্যা ইডিইউভিয়ান’ ইস্ট ডেল্টা ভার্সিটির ত্রৈমাসিক পত্রিকা। এবারের সংখ্যাটি হচ্ছে মুজিববর্ষের বিশেষ সংখ্যা। ১৬ পৃষ্ঠার অফসেট পেপারে মুদ্রিত দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের লেখায় সমৃদ্ধ ‘দ্যা ইডিইউভিয়ান’ পত্রিকাটির সম্পাদনা করেছেন সৈয়দ শফিকউদ্দীন আহমেদ। প্রধান উপদেষ্টা সম্পাদক হচ্ছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান, কর্মঠ ও সৃজনশীল প্রতিভার অধিকারী, অঙফোর্ড বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী সাঈদ আল নোমান। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের প্রকাশনা মনে হয়এই প্রথম।
পত্রিকাটির প্রথম পাতায় বঙ্গবন্ধুর ওপর কবি আবুল মোমেন লিখেছেন ‘বিকল্পহীন অদ্বিতীয় নেতা।’
অধ্যাপক আবদুল মান্নান লিখেছেন ‘ওই মহামানব আসে।’ দ্বিতীয় পাতায় অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন লিখেছেন ‘বঙ্গবন্ধু : এক বিরল বিশ্বনেতৃত্বের নাম।’ তৃতীয় পাতায় ড. মোহাম্মদ রকিবুল কবির লিখেছেন, ‘৭ই মার্চ ও কালের পরীক্ষায় উত্তীর্ণ এক কাব্যগাথা।’ চতুর্থ ও পঞ্চম পাতায় সাঈদ আল নোমানের বিশাল গবেষণালব্ধ লেখা ‘করোনায় ইডিইউর রূপান্তরের গল্পগাথা।’
ষষ্ঠ পাতায় রয়েছে ‘আন্তর্জাতিক অঙ্গনে ইডিইউ’। সাত পাতায় আছে ‘মৌলিকত্বে ভাস্মর ইডিইউর পাবলিক পলিসি এন্ড লিডারশীপ প্রোগ্রাম’। আট ও নয় পাতায় স্থান পেয়েছে জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্প ‘সোনার মানুষ।’ দশ ও এগারো পাতায় লিখেছেন ড. মোহাম্মদ আবুল হোসাইন ‘নেতৃত্ব, ঐতিহ্যমনস্কতা এবং একজন বঙ্গবন্ধু।’ ১৩তম পাতায় ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা’ শিরোনামে লিখেছেন অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। এই পাতায় আরও আছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মুজিব কর্নার উদ্বোধনের খবর। ষোল তথা শেষ পৃষ্ঠায় অধ্যাপক মু. সিকান্দার খানের লেখা ‘বঙ্গবন্ধুর আইনানুরাগ’, অধ্যাপক ওবায়দুল করিম এর লেখা ‘বঙ্গবন্ধুর রাজনীতি ও সমাজতত্ত্ব’ সৈয়দ শফিকউদ্দীন আহমেদ এর লেখা ‘বঙ্গবন্ধু, ৬ দফা ও মুক্তিযুদ্ধ এবং শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ‘স্মৃতিতে বঙ্গবন্ধু।’
পত্রিকাটির প্রতিটি পাতায় রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ বিশেষ বাণীর উদ্ধৃতি আর তাঁর দুর্লভ ও ঐতিহাসিক ছবিগুলো।
সাঈদ আল নোমানের মেধা ও প্রজ্ঞার প্রশংসা না করে পারিনা। এই পত্রিকাটি তাঁর গবেষণালব্ধ জ্ঞানের ফসল বলা চলে। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর দেশের বিশিষ্ট জনদের লেখায় সমৃদ্ধ তাঁর এই শ্রমসাধ্য, সনিষ্ঠ ও বলিষ্ঠ প্রয়াস বঙ্গবন্ধুকে দল-মতের উর্ধ্বে নিয়ে গেছে। আমি মনে করি, বঙ্গবন্ধু, ৬ দফা ও মুক্তিযুদ্ধের ওপর তথ্যবহুল এই পত্রিকা একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে।
পরিশেষে স্বরচিত একটি কবিতা দিয়ে শেষ করি,
বঙ্গবন্ধু মানে প্রিয় বাংলাদেশ
বঙ্গবন্ধু মানে একটি জাতির উম্মেষ,
বঙ্গবন্ধু মানে একটি পতাকা
বঙ্গবন্ধু নাম হৃদয়ে আছে লেখা।
বঙ্গবন্ধু নয় কারও একার
বঙ্গবন্ধু তোমার আমার সবার।
বঙ্গবন্ধু নয় কোন নির্দিষ্ট দলের
বঙ্গবন্ধু দল-মতের উর্ধ্বে সকলের।
লেখক : প্রাবন্ধিক